হেমন্তের আলোর ভিতর

তোমার হাতে তোমার নতুন নামটা দিতে চাই
আমার গিফট

তুমি হাসতে হাসতে বলেছ : আমার গিফট আমাকে দাও

আমার গিফট তোমার আঙ্গুলে আংটির মতো
জ্বলজ্বল করে

হেমন্তের আলো চারপাশে
নরম মদির মায়াবী

আমরা হাসতে হাসতে অনেকদূর চলে যাই
হেমন্তের আলোর ভিতর,
আমার ভিতর তুমি খুঁজে পাও হেমন্ত শেষের উজ্জ্বলতা।