তোমার কাছে আসতে চাই
কিন্তু আসাটা নিবিড় বাতাসের মতো
আমাকে এলোমেলো করে দেয়
আমি একটা পাখির মতো
তোমাকে ঘুরে ঘুরে উড়তে চাই
তোমার চোখ বিদ্যুৎ জ্বালায়
অন্ধকারে অন্ধকারে
তোমার হাত ধরে অন্ধকার পার হই
কোন একদিন কোন একদিন
একসঙ্গে থাকব বলে
তোমার কাছে আসতে চাই
কিন্তু আসাটা নিবিড় বাতাসের মতো
আমাকে এলোমেলো করে দেয়
আমি একটা পাখির মতো
তোমাকে ঘুরে ঘুরে উড়তে চাই
তোমার চোখ বিদ্যুৎ জ্বালায়
অন্ধকারে অন্ধকারে
তোমার হাত ধরে অন্ধকার পার হই
কোন একদিন কোন একদিন
একসঙ্গে থাকব বলে