স্পর্শ

তোমার শরীরে হাত আকাশ নীলিমা স্পর্শ করে

ভূমণ্ডল ছেয়ে যায় মধ্যরাতে বৃষ্টির মতন

মুহূর্তে মিলায় দুঃখ, দুঃখ আমাকে মিলায়

জলের অতল থেকে জেগে ওঠে মগ্ন চরাচর

দেশ হয় দেশ, নদী হয় পুনর্বার নদী

নৈঃশব্দ্য নিরুণ হাতে করতালি দেয়

নিসর্গ উন্মুক্ত করে সারাদেহে নগ্ন শরীর

কোন খানে রাখি তুলে দেহের বিস্তার

তোমার শরীরে হাত দীর্ঘতর আমার শরীর;

তোমার শরীরে হাত সূর্যোদয়, মেঘে রৌদ্র

জন্মান্তর আমার আবার;

তোমার শরীরে হাত একদিন, এই জন্মে শুধু একবার!
AddThis Sharing Buttons

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মহাদেব সাহা- র আরো পোষ্ট দেখুন