একজন পাখি বিশারদ আমাকে বলেছিলেন-,
পাখিদের আপনি বিশ্বাস করতে পারেন।
ওরা কখনও মিথ্যা কথা বলে না।
সম্প্রতি আমি হাতে নাতে তার প্রমাণ পেয়েছি।
নয়াগাঁওয়ের এই নতুন বাড়িটিতে আসার পর
বেশ ক’জন পাখির সঙ্গে আমার আলাপ হয়েছে।
তাদের মধ্যে একজন বাবুই পাখির সঙ্গে গড়ে উঠেছে আমার খুব বিশেষ সম্পর্ক।
আমরা পরস্পরকে ভালোবেসে ফেলেছি।
এখন আর আমাদের ফেরার উপায় নেই।
আমি খড়বিচালি দিয়ে ওর জন্য একটি ছোট্ট নীড় বানিয়েছি আমার জানালার কার্ণিশে।
ও খুব খুশি হয়ে কানে কানে আমাকে বলেছে-
“তুমি আমার যোগ্য স্বামীর কাজ করেছো।
আমার সন্তান তোমাকে বাবা বলে ডাকবে।”