মর্মর বেদনার কথা

শনিবারে যেতে বলেছিলে
কি কারণে যাবো, বলোনি আমাকে
রবিবারে অফিস থাকায় হলো না যাওয়া।
সোমবারে মিটিং ছিলো সকাল থেকে
যাচ্ছে তাই এক মন্ত্রীর সাথে।
মঙ্গলবারে প্রচ- দাঁতের ব্যথায়
সাথে ছিলো মাথা ধরা।
যাইনি অফিসে।
বুধবারে যথেষ্ট চিন্তায় ছিলেম প্রমোশন নিয়ে।
বৃহস্পতিবারে আমার ব্যক্তিগত সহকারী সুশ্রী মেয়েটি,
ট্রেনে উঠতে গিয়ে শেষ অব্দি
চলে গিয়েছিলো না ফেরার দেশে।
তোমাকে বলাই হয়নি, শুক্রবারে অভিজিৎকে
দেখতে গিয়েছিলেম লাশ কাটা ঘরে,
গিয়ে দেখি তুমি।
অবিকল, সেই মেয়েটির আদল তোমার চোখে
কাজলটানা চোখ, তুমি কি এক বারের জন্যে
জীবনানন্দের লাশ কাটা ঘরে শুয়ে শুয়ে
আমাকে দেখতে পাও।
পেয়েছিলে?

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মাকিদ হায়দার- র আরো পোষ্ট দেখুন