তার বিদায় বেলার মালাখানি আমার গলে রে
দোলে দোলে বুকের কাছে পলে পলে রে।।
গন্ধ তাহার ক্ষণে ক্ষণে জাগে ফাগুন সমীরণে
গুঞ্জরিত কুঞ্জতলে রে।।
দিনের শেষে যেতে যেতে পথের ‘পরে
ছায়াখানি মিলিয়ে দিল বনান্তরে।
সেই ছায়া এই আমার মনে,
সেই ছায়া ওই কাঁপে বনে
কাঁপে সুনীল দিগঞ্চলে রে।।
Tar Bidaybelar Malakhani - Arundhati Hom Chowdhury