একটি কথা বাকি রইলো
থেকেই যাবে ৷
মন ভোলালো ছদ্মবেশী মায়া,
আর একটু দূর গেলেই ছিল স্বর্গ নদী
দূরের মধ্যে দূরত্ব বোধ কে সরাবে?
ফিরে আসার আগেই পেল খুব পিপাশা,
বালির নিচে বালিই ছিল, আর
কিছুই না ৷
রৌদ্র যেন হিংসা, খায় সমস্তটা
ছায়া,
রাত্রি যেমন কাঁটা, জানে
শব্দভেদী ভাষা।
বালির নিচে বালিই ছিল, আর কিছু
না ৷
একটি কথা বাকি রইল, থেকেই
যাবে।