দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে ।।
হেমন্তের অভিসম্পাতে রিক্ত অকিঞ্চন কাননভূমি,
বসন্তে হোক দৈন্যবিমোচন নব লাবণ্যধনে ।
শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব-আবরণে ।।
বাজুক প্রেমের মায়ামন্ত্রে
পুলকিত প্রাণের বীণাযন্ত্রে
চিরসুন্দরের অভিবন্দনা ।
আনন্দচঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যাক হিল্লোলে হিল্লোলে,
যৌবন পাক সম্মান বাঞ্ছিতসম্মিলনে ।।
dey tora amay nuton kore (rabindra sangeet) by jayati chakroborty