আর কতো ঋনী করবে আমায়

বন্যা
শুভ সকাল ,ঘুম ভেঙ্গেছে কি তোমার ? এই সুন্দর সকালে দূর থেকে রবি ঠাকুরের গান ভেসে আসছে । আমার ঘুমোও খুব সকালে ভেঙ্গেছে ,আসলে কাল রাতে কি ঘুমিয়েছি কি না জানি না । মনেও করতে পারছি না । ঘুম ভেঙ্গে গেল ঘড়িতে দেখি রাত তিন টা তারপর আর ঘুম আসেনি অনেক চেষ্টা করলাম, পারলাম না , তারপর দূরের কোন মসজিদ থেকে ভেসে এলো আজানের শব্দ আস্তে আস্তে ভোর হলো নিত্য দিনের মতো শুরু হলো আরো একটি দিনের …।
কতদিন পর আবার তোমাকে কাছে পেলাম তোমার আতীয়তা, তোমার ভালোবাসা , সমস্ত ভাল লাগা নিয়ে উপভোগ করছি । এভাবে এতকিছু এতকাছে পাব তা কোনদিনই ভাবি নি । আমরা যা চাই তা কি পাই,আর যাইবা পাই তা কি পাব বলে ভেবেছি কখনো । পেতে পেতে মাঝে মাঝে লোভী হতে ইচ্ছে করে আমার, লোভ বাড়িয়ে দিও না ।এমনিতেই আমার চাওয়া খুবই সীমিত । আমার অনেক কিছু না হলেও চলে । অনেকেই তো নিতেও জানে না আমি সেই অনেকেরই একজন …। “ সব আনন্দই তো দেবার মধ্যে সে ফুলই হোক আর ভালোবাসাই হোক ”। দেবার ক্ষমতা যেমন সবার থাকে না নেবারও ।
যে সম্পর্ক একদিন ভেঙ্গে গিয়েছিল তা আবার অন্যরকম করে শুরু হলো । জীবনকে নাকি বদলে নিতে হয় ,ভুলে যেতে হয় । আসলে কি ভুলে যেতে পারবো ,তুমি ও কি পারবে ? অসম্ভবকে সম্ভব করা যায় না । করতে যেও না । রাতের তারার মতো দিনের আলোতে লুকিয়ে থাকে যে ভালোবাসা আর ভালোলাগা সে শুধু কষ্টই দেয়, তেমন করে না বলে বলবো সে শুধু কষ্টই দেয় না ,আনন্দও দেয় । সে আনন্দটুকু নিয়ে কষ্টকে ভুলে থাকা যায় । Carpenters এর একটা গান আছে শুনেছো কিনা জানি না “Yesterday Once More” শুনেছ কিনা জানি না ।
When I was young
I’d listen to the radio
Waitin’ for my favorite songs When they played I’d sing along
It made me smile.
Those were such happy times
And not so long ago
How I wondered where they’d gone
But they’re back again
Just like a long lost friend
All the songs I loved so well.
Every Sha-la-la-la
Every Wo-o-wo-o
Still shines
Every shing-a-ling-a-ling
That they’re startin’ to sing’s
So fine.
When they get to the part
Where he’s breakin’ her heart
It can really make me cry
Just like before
It’s yesterday once more.
Lookin’ back on how it was
In years gone by
And the good times that I had
Makes today seem rather sad
So much has changed.
It was songs of love that
I would sing to then
And I’d memorize each word
Those old melodies
Still sound so good to me
As they melt the years away.
Every Sha-la-la-la
Every Wo-o-wo-o
Still shines
Every shing-a-ling-a-ling
That they’re startin’ to sing’s
So fine.
All my best memories
Come back clearly to me
Some can even make me cry.
Just like before
It’s yesterday once more.
শুনে দেখ ভালো লাগবে । কয়েক বছর আগে বাংলাদেশের কোনো এক গায়িকা এই গান গুলোর রিমেক করেছেন ।
তোমার কাছে এমনিতেই আমার অনেক ঋন ,আমার ঋন আর বাড়িয়ো না । তুমি বলবে “তেমন করে ভেবো না” । না ভেবে কি পারি বলো ? আর কতো ঋনী করবে আমাকে ? তোমার সাথে আবার নতুন করে দেখা না হলে কেমন হতো মাঝে মাঝে ভাবি … ।
তুমি সেদিন জানতে চাইলে আমি কেন আমার সেই নিত্যদিনের মতো পাহাড়ে বেড়াতে যাই না । তুমি যেমন বলো “এমনিতেই তুমি ঘরকুনো মানুষ ,আরো ঘরকুনো হয়ে গেলে” । সেই ভালো যে কুনো ব্যাঙ বলোনি ,আসলেই তাই । এই ঘরের মধ্যেই আমার সমস্ত পৃথিবী । রোদে হেঁটে মানুষের সুখের গল্প শুনে কি করবো বলো ? কারো সুখ আমাকে পীড়া দেয় না ,ঈর্ষাতো নয়ই । তার চেয়ে নিজের মধ্যেই থাকি ,নিজের মতো করে । আমার নিজের ভুবনে ।মনোবিজ্ঞানীরা আমাকে পাগলও বলতে পারেন । আসলে আমরা সবাই পাগল ,কেউ সবার সামনে পাগলামি করে আর কেউ নিজের সাথে ।
কোথাও যেতে ইচ্ছে করে না ,কোথাও না । না সমুদ্রে ,না পাহাড়ে । যেখানেই যাই শুধু মানুষ আর মানুষ। মাঝে মাঝে ভাবি এই মানুষগুলো কি সহজে একএকটা দিন পার করে দেয় ? ভুড়ি সর্বস্ব পুরুষগুলো নিতম্ব প্রধান স্ত্রীকে নিয়ে বৈকালিক ভ্রমন…। দেখে খুব হাসি পায় , আর ভাবি স্বাস্থ্য সচেতনতা বাড়ছে । অনেক দিন বেঁচে থাকার চেষ্টা । বেঁচে থাকার জন্য কতো আয়োজন চতুর্দিকে । তারপরো মৃত্যু এসে আমাদের ডেকে নেবে একদিন ।
কতো এলেবেলে কথা লিখে ফেললাম । আজ এখানেই শেষ করি । ভালো থেকো নিজের জন্যে ,সবার জন্যে ,আমার জন্যেও …
মিতা
১১নভেম্বর ২০১৫

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন