আপনার মশায় দিন রাত কি এমন কাজ বলুন তো
বাল্মিকী মুনি হয়ে যাচ্ছেন নাকি
আধ মিনিটের দেখা দিতে আধ মাস
আপনি কি ডানা আঁকছেন শিকড়ের পিটে
নাকি ডানার পিটেই সেলাই করছেন শিকড়
কি জানি বাবা যা কেরামতি আপনাদের ,সব ভেলকিই তো হাতের মুটোই
সব কবিরাই যাদুকর সত্যি কে মিথ্যের লাল নীল রুমাল
কিংবা মিথ্যেকে সত্যির সাদা পায়রা বানাতে যাকে বলে ওস্তাদ
কি দরকার অতো চল ছুটোর,মুখ ফুটে বলে দিলেই তো পারেন মশায়
যে “নন্দিনী তুমি এখন আমার কাছে গলে যাওয়া মোমের কিংবা পিদিমের পোড়া শলতে্
তোমার আলোয় আর আগের মতো স্বচ্ছ মানিক খুঁজে পাইনা আমি
ফুরিয়ে যাওয়া এক বন্যোৎসব তুমি এখন”
বিশ্বাস করো নন্দিনী সত্যি কি বাজে বিতিকিচ্ছিরি ঝামেলায় যে জড়িয়ে
ঠিক যেন বাড়ি বদল,সমস্ত সাজানো কিছুকে ভেঙ্গে ছত্রকান করে সে সব লন্ডভন্ড
আবার গুছিয়ে তোলার হাঢ়হীন খাটনি
এই আমার কাজ এখন একমাত্র,বলতে গেলে নিত্য নৈমত্তিক ।
অজস্র মৃত মানুষের স্বপ্নবীজ
তাকিয়ে আছে আমার দিকে,তাকিয়ে আছে ।
যেহেতু তাদের কাছে একদা বুক চিতিয়ে উচ্চারন করেছিলাম এই প্রতিজ্ঞা
“জীবন এবং জিজ্ঞাসা থেকে এক পাও সরবো না একদিন ও ।”
আমরা আবহমান ধ্বংস ও নির্মানে
Amra Abhoman Dwongsho O Nirmane - Kamrul Hasan Monju And Jesmin Jobbar
অসাধারণ আপনার সৃষ্টিশীল মেধাশক্তি।
ঈর্ষা করি না। ভালোবাসি। সম্মান করি স্যার।