কালীদহ

সব কিছুই জানেন তিনি, শুধু জানেন না আমাকে।

খরতাপে পুড়ে যায় দেহ, চৈত্র দাহে প্রেম।

কাঙ্ক্ষিত আশা।

আমাকে না জানিয়ে কাঁদে ঘন কালো মেঘ,

মধ্যযামে ভেজা কণ্ঠে রাত জাগা, শিয়াল, ইঁদুর।

আয় কাছে আয়,

তোকে বৃষ্টি দেব কপালে চন্দন

আষাঢ়, শ্রাবণে।

আমি নিশ্চিত কেউ কিছু দেবে না আমাকে,

শুধু জানি হয়তো বা কেউ থাকবেন জেগে

তার বিরহী ভুবনে।

হয়তো বা জেনে যাব, হয়তো বা নয়,

কে কোথায় ডুবে গেছি কোন কালীদহে।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মাকিদ হায়দার- র আরো পোষ্ট দেখুন