মানুষেরা ভুলে গেছে মানুষের ভাষা
মানুষ নকল করে নেকড়ের স্বর,
আগুন লাগিয়ে নিজে আপনার ঘরে
মানুষ রচনা করে আপন কবর।
পশুরা মানুষ হতে চায় না এখন,
যেহেতু মানুষগুলো পশু হতে চায়;
ক্ষমতা হারালে যারা হাতজোড় করে,
ক্ষমতা পেলেই তারা বাঘ হয়ে যায়।
সহজে দেখে না ফিরে নিজের অতীত,
দেখে না সে চোখ খুলে নিজ ভবিষ্যৎ,
নগদ প্রাপ্তির লোভে হারিয়ে সংবিৎ
মানুষ ভাঙতে পটু আপন শপথ।
ক্ষমতা ও অক্ষমতা
রাজপথে মুখোমুখি গাড়ি :
রাজদণ্ডে দণ্ডধর,
দণ্ডহীন পথের ভিখারি।