লোকে কয়—
প্রেমেই নাকি বৃদ্ধি হয় পরমায়ু
স্নায়ুর ভেতর খেলতে থাকে নানান তৃষ্ণা
কেউবা শ্যামল কেউবা শাদা কেউবা কৃষ্ণা—
তবু প্রেমের নাই বিতৃষ্ণা।
বাছাই করতে পারলে তবে
ধরতে যেন ইচ্ছে হবে,
ছুঁয়ে দেখতে মনটা ব্যাকুল, পরাণ কাঁপে—
হাঁটতে গেলে ইচ্ছে করে ছুঁয়ে দেখি,
আরে আরে আমি তবে করছি একি!
এ কভু নয় আমার লজ্জা-শরম ও ভয়
না না না, এ কভু নয়;
আমি শুধু থাকব পাশে, আশেপাশে
যেমন থাকে ফুলের গন্ধ—
মৃদুমন্দ হাওয়ায় ভেসে
তেমনি আমি থাকব পাশে
ফুলের গন্ধ নাকে আসে এই বাতাসে;
কেউ বুঝিবা মুচকি হাসে
আমার কাছেই সবুজ ঘাসে!
প্রেমকে কভু যায় কি ধরা
স্পর্শ করা যায় কি কভু?
না না না, ছোঁয়া তো নয়
ভালোবাসায় ধোয়া তো নয়,
তবু গন্ধ ফুলের গন্ধ পাপড়ি-ঝরা
মৃদুমন্দ আকুল করা ব্যাকুল করা
কোনো বাগানের গোলাপ গন্ধ…
ঝরছে কেবল আমার হাতে
শিশির ঝরার শব্দ বুঝি
আমার গন্ধ আমিই খুঁজি…