আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে।।
বাহুপাশের কাঙাল সে যে, চলেছে তাই সকল ত্যেজে
কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে।।
আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে
সেই গানের টানে পারো না আর রইতে দূরে।
লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি-সম,
বাহির হয়ে এসো তুমি অন্ধকারে।।
Amar betha Jokhon - Jayati Chakraborty