তুমি যদি তুমি নও, তবে আর কে ছিল এমন
প্রাচীনকালের সেই রোগহর ভিষক চ্যবন
যে তার মেধাবী হাতে একদা প্রস্তুত করে প্রাশ
যাতে কফ দূর হয়, ফুসফুসের কেটে যায় ত্রাস।
তুমিও তেমনি দেখি সেই ঋষি ভিষকের প্রায়
কবিতার ধ্বনি দাও উদ্গ্রীব আমার জিহ্বায়,
উচ্চারণমাত্র তার কেটে যায় কফ পিত্ত বায়ু-
শুধু কি সুস্থতা আসে?- পেয়ে যাই সেই পরমায়ু
কালিদাস রবীন্দ্রনাথের মতো- মৃত্যুর পরেও
যাঁরা জীবিতের অধিক জীবিত, এতটা করেও
তুমি নও নিঃশেষিত, আরো তুমি করে যাও দান-
তৃষ্ণার মরুতে মৃত, তাকে তুমি ফিরে দাও প্রাণ।
কাফনের আবরণ ছিঁড়ে উঠি আমি তোমাতেই-
মানুষ মরণশীল, অমর সে ভালোবাসাতেই
২১ মার্চ ২০১৪, লন্ডন