চলে যাচ্ছো? যেয়ো না, দাঁড়াও।
দাঁড়াবে না? যাবেই তাহলে।
চিত্রপটে শেষ টান দিয়ে যাও।
যা ছিলো বলার যাও বলে।
নৌকোর গলুই চোখে জল
ফিরে তুমি দেখবে না আর?
আজ মাটি খুঁড়ছে শাবল,
পরে নিচ্ছো কাফন তোমার।
মাটিতেই ফিরে যাও তবে_
একে তুমি ভালোবেসেছিলে,
এরই রঙ রেখার বৈভবে
পট পরে পট এঁকেছিলে।
এখন যে নিয়েছো কাফন,
এই শেষ ক্যানভাসে তবে
মৃত্যুহীন মৃত্যুর চিত্রণ
জীবনের তুলিতেই হবে।