গিলোটিন আমাদের থামাতে পারেনি
গ্যাস চেম্বারে আমরা মরিনি
জার্মান বোমায় ভয় পাইনি
তালিবানকে তোয়াক্কা করিনি
আমরাই বাস্তিল ভেঙ্গেছি
লেলিনের সাথে মস্কোতে ঢুকেছি
বার্লিন ওয়াল আমরাই গুড়িয়েছিলাম
ল্যাটিন আমেরিকার জঙ্গলে আমরাই ছিলাম চের সাথী !
আমরাই ওয়াল স্ট্রীটে তাবু গড়ি
আমরা তকসিমে স্লোগান দেই
তাহরীর স্কয়ার প্রকম্পিত করি
আমাদের আজ অবধি কেউ থামাতে পারেনি
আপনি কি করে পারবেন, হে মহামান্য !