আমি যাব না গো অমনি চলে

আমি    যাব না গো অমনি চলে।    মালা তোমার দেব গলে॥

অনেক সুখে অনেক দুখে    তোমার বাণী নিলেম বুকে,

        ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥

কিছু হল, অনেক বাকি।     ক্ষমা আমায় করবে না কি।      

গান এসেছে সুর আসে নাই,হল না যে শোনানো তাই–

        সে-সুর আমার রইল ঢাকা নয়নজলে॥

 

      aami-jabo-na-go - Swagatalakshmi Dasgupta