বাবার কথা বলে না কেউ কে বলেছে ভাই?
এই দেখো না কত্ত বাবার খবর বলে যাই।
বাবা থাকেন হাইকোর্টেতে লালসালুরই মাজারে,
গডফাদারের অত্যাচারে মানুষ মরে হাজারে।
বাবা আছেন বিজ্ঞানেতে, নড়ছে নাকি টনক?
হিপোক্রেটিসকে বলা হয় মেডিসিনের জনক।
জাতির পিতা আছেন বলি অনেকগুলো জাতিরই,
সবাই তাদের মান্য করেন, করেন খায় ও খাতিরই।
হুজুর আপনি মা-বাপ বলে তুষ্ট করি বসকে,
তা না হলে পদোন্নতিটা যায় যদি হায় ফসকে।
ভিক্ষুকদের বলি সদা, মাফ করে দাও বাবাজি,
ভিক্ষুকও ছাড়েন না তো, তাঁরাও ভীষণ নারাজি।
বাবার কথা ভুলে থাকি, কারণ আমি সেয়ানা,
বৃদ্ধ বাবায় ওল্ড হোমে যায়, করবে আমায় কে মানা?
কিন্তু যখন হঠাৎ করে যাই পড়ে যাই বিপদে,
বাবা মা গো বাঁচাও বলে দৌড়ে ছুটি দ্বিপদে।