দীপ নিভে গেছে মম
নিশীথ সমীরে
দীপ নিভে গেছে মম
ধীরে ধীরে এসে তুমি
যেওনা গো ফিরে
দীপ নিভে গেছে মম
এ পথে যখনই যাবে আধারে
চিনিতে পাবে
রজণীগন্ধারও গন্ধ
ভরেছে মন্দিরে
ধীরে ধীরে এসে তুমি
যেওনাগো ফিরে
দীপ নিভে গেছে মম
আমারে পড়িবে মনে কখন
সে লাগি প্রহরে প্রহরে
আমি গান গেয়ে জাগি
আমারে পড়িবে মনে কখন
সে লাগি প্রহরে প্রহরে
আমি গান গেয়ে জাগি
ভয় পাছে শেষ রাতে
ঘুম আসে আখিপাতে
ক্লান্ত কন্ঠে মোর সুর ফুরায়
যদিরে ধীরে ধীরে এসে তুমি
যেওনাগো ফিরে
দীপ নিভে গেছে মম
দীপ নিভে গেছে মম - Joyoti chakraborty