পুকুরচুরি

জলধারা দূরে সরে যায়,
দূর থেকে ক্রমে আরও দূরে।
শেষ ক’টি পুকুর শুকায়,
শহরের বুক যায় পুড়ে।

নেমে গেছে পুকুরের জল,
ঘটিতে এখন শুধু নুড়ি
উঠে আসে, লেঠেলের দল
আঁধারে করেছে জল চুরি।

কোথায় শুনেছে কে বা কবে
লাঠির দাপটে পরপর
এভাবে পুকুরচুরি হবে,
থাকবে শুধুই বাড়িঘর।

যেখানেই আজ চোখ থুই,
জল নেই, শুধু সারি-সারি
প্রহেলিকা সাজানো, শুধুই
আটতলা দশতলা বাড়ি।