আমিও তোমার মতো হবো স্বেচ্ছাচারী–
খুলে নেবো শাড়ি
পৃথিবীর সব প্রেমিকার
যেমন চাঁদের আলো ছিঁড়ে নেয়
অরণ্যের অন্ধকার
তেমনি তোমার।
তুমি কি আমাকে চেনো,
দেখেছো কি বুনো ঝাকড়া চুল?
দেখেছো কি কিভাবে ফুলের থেকে
মধু চুষে খায়
চঞ্চল বালক
আমিও এমন লোক—
খায় দায়
হিংসায় জ্বলে পুড়ে যায়
যদি তুমি শুয়ে থাকো অন্য কারো সাথে
মনে রেখো, আমিও তা পারি।
আমিও তোমার মতো হবো স্বেচ্ছাচারী।
তবে,
শুধু এই টুকুই তবে,
যে দিন খুলবো আমি যতটুকু তোর
একটি মিছিল শুধু চলমান হবে সেই দিকে
যে দিকে খনিত এক নতুন কবর।