প্রেম

একটি রাতের কাছে পরাভব মানো কি যুবতী?
ভাবো চাঁদ নক্ষত্রের পাশেই রয়েছে। তারপর
নোদী গেছে বাঁক ধরে ঢেউয়ে ঢেউয়ে মৃদু মন্দগতি
বালিশ ভাসিয়ে দিয়ে নামে জল তোমার ওপর।

পুরুষ পাথর বটে কিন্তু যদি দশটি চুম্বনে
পাষাণ বিদীর্ণ হয়ে ভাস্করের কান্না হয়ে যায়
শিলার কাঠিন্য নিয়ে তবে আর স্বপ্নে জাগরণে
বলো কোন নদী আর প্রস্তরের বদনাম গায়।
তার চেয়ে বেগবতী, মিলাইশনে ঢোকো রন্ধ্র পথে
অন্তত তোমার ধারা যাতে কারো অন্তরে চোঁয়ায়
প্রেম, প্রেম-এই এক শব্দের শপথে
যেন সব গিরিচূড়া কম্পমান সস্তক নোয়ায়।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
আল মাহমুদ- র আরো পোষ্ট দেখুন