মানুষের নাম কোনোদিন লুকোনো থাকে না,
একজন যখন আরেকজনকে নাম ধরে ডাকে
তখনই মানুষের নাম জানা হয়ে যায়।
মানুষ ডাকে, মানুষ না ডেকে পারে না।
মানুষের দিকে কান পেতে রাখো, শোনো,
তুমি অনেক মানুষের নাম জানতে পারবে।
কত বিচিত্র রকমের নাম যে আছে মানুষের।
তাদের সঙ্গে কথা না বলেও, তাদের নাম
জিজ্ঞেস না করেও অনেক নামই জানা সম্ভব,
শুধু বাতাসের মধ্যে কান পেতে রেখে।
মানুষ মানুষকে ডাকছে, সেই কবে থেকে ডাকছে,
ডাকবে, ডাকতেই হবে,_ ওটাই মানুষের স্বভাব।
মানুষ কি মানুষকে না ডেকে পারে? পারে না।
একদিন তুমিও আমাকে ডাকবে।