এই-যে ভেঙে পড়ছে চর ও চরাচর, খাড়া পাহাড়ের ঢাল
এই-যে ভেঙে পড়ছে সুনীতি ও দুর্নীতির মাঝে বাধার দেয়াল
তুমি এ-সবের প্রতি চির-উদাসীন, চিরটাকাল ভ্র-ক্ষেপহীন
বাড়–ক বা না-বাড়–ক দ্রব্যমূল্য, কাটুক বা না-কাটুক সংসারের দিন…
তুমি বললে, আমি তো সারাক্ষণ তোমাকে ভাবি না
আমি বললাম, আমিও সারাক্ষণ তোমাকে ডাকি না।
আমাদের ভাবা-না ভাবা, আমাদের ডাকা-না ডাকা,
কুচ-পরোয়া, ঘুরছে-তো-ঘুরছেই বাউল-ভাওয়াইয়ার চাকা।
শ্রোতারা হাসলে, দর্শকরা ভাবলো, মজাটা বেশ-তো,
উড়ে গেলো গাঙচিল, থেকে গেলো তার ডানার রেশ-তো।
কেউ আলপনা আঁকে রাজপথে, কেউ তোলে সত্যমিথ্যার দাবি
মানুষ ভাবে মানুষের মতো, আমরা তবু আমাদের কথাই ভাবি:
ভাবি : যখন রোজ কেয়ামত হবে, ফুৎকারে উড়ে যাবে সবকিছু
ক্ষমতা ও অক্ষমতা লেজুড়বৃত্তি করে পরস্পরের পিছু-পিছু,
যখন ময়ূর সিংহাসন বা মায়াসাম্রাজ্যের মায়ায় বস্তু-ও-অবস্তু কিছুই দাঁড়াবে না
তখনো আমরা অপেক্ষা করবো মুখোমুখি, আমরা দুজনা চির-আনমনা,
তখনো পায়ের নিচে আমরা আমাদের মাটি হারাবো না…