প্রিয় বন্যা
বসন্তের শুভেছা। বসন্ত এসেছে তোমার কাছে … আমার বসন্ত অনেক দূরে ।রবী ঠাকুরের গানের কলি মনে পড়ছে
“মোর বসন্তে লেগেছে তো সুর, বেণুবনছায়া হয়েছে মধুর–
থাক-না এমনি গন্ধে-বিধুর মিলনকুঞ্জ সাজানো।”
তারপর ভ্যালেন্টাইন ডে । কেমন কাটলো দিনটি ? তোমার মেইল পেলাম দু লাইনের ! কি জান বাংলিশ পড়তে কষ্ট হয় ।
অভ্র আসার পর থেকে বাংলিশ লিখা ছেড়ে দিয়েছি । বাংলিশ পড়তে গেলে আমার আঞ্চলিক ভাষার কথা মনে পড়ে । আমার আঞ্চলিক ভাষার লিখিত
রুপ তুমি কি কখনো ভেবে দেখেছ । আমাদের আঞ্চলিক ভাষাতে কোন লিখার কথা মনে পড়লে আমার সেই গল্পের কথা মনে পড়ে যায় ।
” এক লোকের হস্থাক্ষর এত খারাপ ছিল যে চিঠি লেখার পর তা আবার নিজেকে পড়ে শোনাতে হত ।”
আমাদের আঞ্চলিক ভাষার আরেকটি মজার দিক তোমাকে বলি ।। আমার পরিচিত অনেকে নিজের ভাই বা বোনের সাথে যখন
আঞ্চলিক ভাষায় কথা বলে তখন কি সহজে তুই করে বলে … আবার যখন নিজের সন্তানের সাথে তথাকথিত বাংলাতে
(কেন তথাকথিত বলছি কারন …) কথা বলে তখন তুমি করে
বলে । তুমি এবং তুই এর ব্যাবহার আমাকে খুব ব্যথিত করে । তোমাকে করে কিনা জানি না ।
না করলেও ক্ষতি নেই ,সবাই কি সব কথা একরকম ভাবে ভলো ।
…।।()
মিতা
ফেব্রুয়ারী ১৫,২০১৪