কোনদিকে যাবে

ঘুম ভাঙ্গিবার সঙ্গে সঙ্গেই আমার স্বপ্নগুলো
ঘুম চোখে এসে দাঁড়ায় বারান্দায়।
তখুনি প্রশ্ন জাগে স্বপ্নে
যাহাদের দেখিলাম
তাহারা কি সত্য
নাকি অলীক

স্বপ্নঠাকুর বারবার আশ্বাস দিয়েছেন
জীবনের কোন স্বপ্নই মিথ্যে হয় না,
তবে শুক্লপক্ষে দৃষ্ট স্বপ্ন
এবং
কৃষ্ণপক্ষের দৃষ্ট স্বপ্নের
মধ্যে
শত্রুতা দীর্ঘদিনের।

আমাকে ঘুম চোখের স্বপ্নরা বলেছিলো
নবমী ও অষ্টমীর স্বপ্ন
বিপরীত কিছু ঘটনার সূত্রপাত করে।

সঙ্গে সূত্রপাত করে অমাবস্যার স্বপ্ন
অনন্ত দুঃখের।

যদি কোনদিন অশ্বত্থ বৃক্ষের সন্ধান পেতাম
যদি জানা যেতো,
ঘুম চোখের স্বপ্নরা
বসন্ত উৎসবে কোনদিকে যাবে।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মাকিদ হায়দার- র আরো পোষ্ট দেখুন