হিরেন বাবু বলেছেন

দৈব ক্রমে দেখা।

স্বপ্নে।

তাকে।

ঈশ্বর পেতেছেন সোনালী জাল
ধীবরের সাথে।

প্রহরান্তে স্বপ্নফল গুনে দেখি, শূন্য পড়েছে
আমার সেবায়।

জ্যোতিষী হিরেন বাবু বলেছেন,
কৃষ্ণপক্ষের দ্বিতীয়ার স্বপ্ন বিলম্ব হলেও
সত্য হতে পারে।
যদি ধীবরের হাতে থাকে
মহিলার ঠিকানা সমূহ।

নারীকুলের ডাকিনীরা নেমেছে শুক্লপক্ষে
ঈশ্বরের বিশেষ কৃপায়।
সোনালী জাল কেটে দিয়ে নিয়ে যেতে চায় আমাকে
আমি যে গোঠের রাখাল।
সে কথা জানে না
ডাকিনী রাধিকা।

তবু, নিশ্চিত আমি।
পূর্ণিমার রাতে দুষ্ট স্বপ্ন অচিরেই সত্য হতে পারে,
যদি দৈব ক্রমে দেখি
সেই ডাকিনীকে,
পঞ্চমী অথবা অষ্টমীতে।

আমি নিশ্চিত স্বয়ং ঈশ্বর এসে ধীবরের সাথে
ডাকিনীকে তুলে দেবে হাতে

বসন্ত প্রভাতে।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মাকিদ হায়দার- র আরো পোষ্ট দেখুন