জীবনে যা ছিল খুব অনন্ত মধুর
যা ছিল নিকট খুব, যা ছিল সুদূর,
কাম্য যা ছিল এই মর্ত্যে, সংসারে
লুকানো শব্দের বীজ আলোয় আঁধারে;
আজ তাকে খুঁজি, পাই না কোথাও
যা আছে তোমার তুমি তার কাছে যাও।
তাকে দাও ভালোবাসা, তাকে দাও ছায়া
সে অদৃশ্য বিমূর্ত হবে অপরূপ কায়া,
তাই নিয়ে মেতে থাকো, বাঁধো ভাঙা ঘর
পূর্ণ করো সেই গন্ধে বাহির অন্তর।