সেবার শীতের অগ্নি

52e144e172fa2-Untitled-12
সেবার অঘ্রানে শীত হাড়ে হিম নিয়ে নেমেছিল,

সেবার শত্রুর সাথে গ্রীষ্মকালে যুদ্ধ শুরু হয়।

পুরনো বন্দুক! আর, কার্তুজেরও খুব টান ছিল—

কেবল প্রচুর ছিল আগুনের কাঠ বনময়।

তবুও আগুন জ্বেলে অঘ্রানের শীত তাড়াবার

উপায় ছিল না—হেতু, অবস্থান শত্রু জেনে যাবে।

হিম সহ্য করে যাচ্ছি, আমাদের হাত-পা অসাড়,

অথচ আঙুল ছিল ট্রিগারেই—সতর্কতা চাপে!

এবং করোটি জুড়ে দাউ দাউ অগ্নি লেলিহান—

শত্রুর বিনাশ চাই, বাংলা থেকে চাই বহিষ্কার,

যে-বাংলায় তিরিশ লক্ষের ওরা কেড়ে নেয় প্রাণ,

কেবল নারীকে নয়, মাটিকেও করে বলাৎকার।

সেবার অঘ্রানে অগ্নি আমাদের জয় বাংলা ধ্বনি—

সেবার শীতের অগ্নি—বজ্রকণ্ঠ স্মৃতির তাওয়ায়।

বিজয়ের আরও বাকি, প্রজন্মের প্রস্তুতি এখনি—

আবার যুদ্ধই যদি, সেই অগ্নি এ শীতে বাংলায়।