রচুর চোখের জল, মগজেও মাতাল জাহাজ,
বেহেড বাতাস খুব পরামর্শ দিয়ে বেসামাল
করতে চাইছে এই কলমের নিবটিকে আজ-
এর মধ্যে কোথায় শব্দের মাল্লা ওড়াবে যে পাল?
তবু কি নিস্তার আছে? অচিরেই উঠবে যে ঝড়
সে বিষয়ে আমি ছাড়া কে আর নাবিক এই স্থলে?
কবেই উৎসন্ন গ্রাম, কলেরায়- বসন্ত তৎপর
তদুপরি! ডাকে দূর সমুদ্রটি কলকলকলে।
অতএব এই আমি- আমাকেই নীল টুপি পরে
নিতে হলো, পকেটে কম্পাসও, আর নক্ষত্র বিজ্ঞান
তাও ফের ঝালিয়ে নিতেই হলো, যদিও বা জ্বরে
পুড়েছে সর্বাঙ্গ, তবু এখনো তো আছে এই প্রাণ!
যদিও বিরুদ্ধ কাল- জাহাজের চওড়া পাটাতন!-
উঠে পড়ি, ভেঙে চলি ধু ধু নীল অশ্রুর লবণ