——————————————–♥*
অনিচ্ছুক সূর্যকে জোর করে টেনে তুলেছ
মেঘে ঢাকা ভোরের অন্ধকার আকাশে!
হয়তো হবে সকাল,
কি করে পাবে সোনারোদ মাখা বাতাসে
নৌকোর ভরা পাল?
জোয়ারের টানে উজানে যেতে পথ ভুলেছো!
ফারাও’এর মত নিজেকে ঈশ্বর ভেবে
ভেবেছো যা চাও তা-ই পাবে,
কিংবা হয়ে যাও বললেই হয়ে যাবে?
ভেবেছ তোমার হাতে যাদুর কাঠি?
উল্টে গেলে দুধের বাটি
দেখবে হঠাৎ ধূলিসাৎ সব মাটি!
মন যদি না চায় তবে
কী করে দাও দেহ,
মিথ্যেবাজীর বেসাত কর
দিব্যি অহরহ!
নিজের কাছে নিজের দেনা
বাড়ছে নিজের ভুলে,
সুখ পালাবে চুপি চুপি
মনের দুয়ার খুলে।
অন্ধকার জঠরের গভীরে
গহীন নৈঃশব্দ ভেঙে
যেমন সঙ্গোপনে ধ্বনিত হয়
প্রাণের দূর্নিবার স্পন্দন,
তেমনি গ্রোথিত সেই প্রণয়
অনাদি ও অকৃত্রিম,
নিস্ফল প্রসব যন্ত্রণায়
মেঘে ঢাকা সূর্যের মত
মাথা কুটে ক্ষত বিক্ষত!
যদি একবার পুনর্জন্ম দাও,
একবার সুযোগ দাও উদয়ণের,
একটি বার অঝোরে ঝরতে দাও
আলোর ঐ ঝর্ণাধারা,
সুনিশ্চিত জেনে রাখো আকাশ –
সোনালী সুখে উদ্ভাসিত
হবে অধরা মন ও ধরা!
———————————–*♥
– নিলয় ♥
১১ এপ্রিল, ২০১৮, ঢাকা।
ওয়েবপেজ: [email protected]
ছবি: সংগৃহীত