ভ্রষ্ট মানুষ, নষ্ট মানবতা

FB_IMG_1524916881300

————————————————–♠
ক্ষমা করো শামসুর রাহমান
তোমার মেষ বালক হতে পারিনি
যে ডানে বললে ডানে যাবো
বামে বললে বামে;
ক্ষমা করো সুধীন্দ্রনাথ
তোমার উটপাখিও হতে পারিনি
যে বালুতে মুখ গুঁজে ভাববো
অন্ধ হলেই বন্ধ হবে প্রলয় !

দুঃখিত সুকান্ত,
তোমার সুদৃঢ় অঙ্গীকারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে
যেন এ বিশ্বকে বসবাসের অযোগ্য করার
শপথ করেছে সবাই !
এ গদ্যময় পৃথিবীতে আজ
সত্যম শিবম সুন্দরম তোমার
ঠাঁই নেই, কবিগুরু !

হে ঈশ্বর,
ভ্রষ্ট মানুষের হাতে আজ নষ্ট মানবতা ।
কোথায় তোমার আশরাফুল মাখলুকাত –
কোথায় সেই আদি অকৃত্রিম মহান মানব –
যে এ নশ্বর পৃথিবীকে
বেশুমার মেষবালক আর উটপাখির অভিশাপ থেকে উদ্ধার করবে ?

বিশ্বাসের সর্বনিম্ন স্তরে পিঠ ঠেকিয়ে
ঘৃণার পাহাড় বুকে নিয়ে
যে মানবাত্মা কাঁদে দুঃস্বপ্নের রাতে
আর জেগে উঠে প্রতিটি প্রভাতে
আশার অরুণোদয়ে –
কতদিন কত মিথ্যা আর অন্যায় সহ্য করে
সেই সত্য আর ন্যায়ের নিরব পূজারী
আনুগত্যের অর্ঘ দিয়ে যাবে, কাজী নজরুল?

হে ঈশ্বর, জাগরিত করো সে মানবাত্মা,
যে ন্যায় সত্য আর সুন্দরের পথে
অটল বিদ্রোহী ‘চির উন্নত শির’,
অযুত ঘাত প্রতিঘাতে স্থির
‘জ্বলে পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়’-
হে সেই মহান মানবাত্মা,
ভ্রষ্ট মানুষের রাহুগ্রাসে ক্ষয়িষ্ণু
নষ্ট মানবতাকে রক্ষা করো,
এ মহাবিশ্বকে মানবের মহামিলনের বসবাসযোগ্য করে গড়ে তোল ।
—————————————————-**
– নিলয় ♥
১লা অক্টোবর ২০১৭, ঢাকা

ওয়েবপেজঃ [email protected]

ছবিঃ সংগৃহীত

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন