অবিনাশী বাঁশী

FB_IMG_1507731453726

অবিনাশী বাঁশী
———————————♥
নীলাকাশ ছুঁয়েছে জলে
গোধূলির আবিরে,
নিঃসঙ্গতা ডানা মেলে
নৈঃসর্গের ঐ ভিড়ে ।

পত্রপল্লবহীন বৃক্ষ ছায়ায়
ক্ষয়িষ্ণু শীতের নিবিড় সন্ধ্যায়
আমাদের কি নেই আর কিছুই
অবশিষ্ট, যে একবার ছুঁই?
অস্তমান সূর্যের উষ্ণতাটুকু?
ধুলোমাখা বিস্মৃতির খড়কুটো?

কিংবা মনস্তাপে পোড়াই নিশ্চুপ
আশা-নিরাশার গন্ধমাখা ধূপ?

অতল জলের তলে
নিভু নিভু জ্বলে
নেই কি এতটুকু আলো –
আগত অন্ধকার কালো
দূর কোরে গহীন গোপনে
যে বাজাবে অবিনাশী
বাঁশী – সেই নীলকন্ঠী বাঁশী !
——————————————*
– নিলয় ♥
১১ অক্টোবর ২০১৭
ওয়েবপেজ: [email protected]
ছবিঃ সংগৃহীত

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন