চিরন্তন কেন্দ্রবিন্দু

46838f5440c3810d1caff0015863debd

মা
—————————————–♥
হৃদয় মন্দিরে যাঁর চিরস্থায়ী আসন,
স্বপ্নের বন্দরে তিনি ধরা দিন বা না-ই দিন,
তিনি আসুন বা না-ই আসুন –
কি বা তাতে যায় আসে,
অমিতাভ !

যাঁর ছবি হৃদয়ের ঘরে চিরতরে আঁকা,
অবিনশ্বর ভালোবাসার ফ্রেমে বাঁধানো
তাঁর ছবি তুমি কোন্ ঘরে রাখবে,
কোন্ দেয়ালে ঝুলাবে
অমিতাভ !

তাঁর ছবি তো শুধু ছবি নয়,
শুধু স্মৃতি নয়,
তিনি বিস্মৃতির উর্ধ্বে –
চিরঞ্জীব ।

অমিতাভ,
আমরা তো বৃত্ত মাত্র,
কেন্দ্র আমাদের “মা” !
জন্মদাত্রী মা’কে ঘিরেই আমাদের
ব্যাস-ব্যাসার্ধ,
জীবনের পরিধি ।

মা আমাদের সকল আকর্ষণ
চিরন্তন কেন্দ্রবিন্দু,
নিগূঢ় অস্তিত্বের
প্রগাঢ় ভালোবাসা ।।

—————————————-
– নিলয় ♥
২৫ ডিসেম্বর ২০১৭, ঢাকা
ওয়েবপেজ: [email protected]

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন