গানঃ
জোৎস্নার জলে
*******************************♥
এখানে আকাশ কাঁদে
নিখোঁজ জোছনায়,
হয়তো উড়ছে চাঁদ
অন্য কোথাও,
অন্য কোন এক উন্মাদনায়!
এখানে আকাশ কাঁদে
নিখোঁজ জোছনায়।।
যে গেছে সে গেছে কি ওই
শুকতারাকে বলে,
উদাস বাউল মেঘের খোঁজে
নীল যমুনার জলে
বুকের খামে খোলা চিঠি
লিখছে অবিরত,
কষ্টগুলো সুতো ছিঁড়ে
উড়ছে শত শত –
নাম না জানা কোন্ ঠিকানায়!
এখানে আকাশ কাঁদে
নিখোঁজ জোছনায়।।
আমি পাখির চোখে জল দেখেছি
ঢেউএর মরুভূমি,
যদি নোনা জলের নদী হতাম
ডুব দিতে কি তুমি?
জলের তলে চাঁদের ছায়া
জোৎস্না খুঁজে মরে,
তোমার জলে আমার মরন
অন্তরে অন্তরে –
কাটে দিন কাটে রাত আশা- নিরাশায়!
এখানে আকাশ কাঁদে
নিখোঁজ জোছনায়।।
এখানে আকাশ কাঁদে
নিখোঁজ জোছনায়,
হয়তো উড়ছে চাঁদ
অন্য কোথাও,
অন্য কোন এক উন্মাদনায়!
এখানে আকাশ কাঁদে
নিখোঁজ জোছনায়।।
***************************
– নিলয় ♥
৪ ফেব্রুয়ারী ২০১৮, ঢাকা
ওয়েবপেজ: [email protected]
ছবি: সংগৃহীত।