না !
———
না, বালিকা না !
তুমি সূর্যালোকে হাসো
বা বৃষ্টিজলে ভাসো –
আকাশের নীল মেখে
হৃদয়ের চাবি খুলে দিও না!
তার আগে এসো
হাতে রাখো হাত,
চোখে চোখ –
কান পেতে শুনি
নিলয়ের নিঃশব্দ উচ্চারণ!
শুনতে কি পাও
সেই অবিনাশী বাঁশী?
তারপর…
————————-
-নিলয়
২৬/১০/২০১৭, সাজেক, খাগড়াছড়ি
ওয়েবপেজ: [email protected]