একাকার
——————-
নির্ঘুম রাতে কালপুরুষের সাথে শেষ হলে জোছনার খেলা,
ভোরের শিশির যখন ছুঁয়ে যায় চন্দ্রাহত নিশিথের ঠোঁট,
কুয়াশার চাদর সরিয়ে আড়মোড়ে জাগে রতিসিক্ত সূর্য ।
সকালের সোনা রোদের আলতো স্পর্শে কাঁপে পৃথিবীর চিবুক,
ওম ওম উষ্ণতায় তবু জড়িয়ে থাকে বিগত রমনের তাপ,
সুখ জাগানিয়া স্বপ্ন ভেঙ্গে যাবে ভেবে নিমিলিত রাখে চোখ,
নিজেই নিজেকে সুধায় –
এত সুখ, এত সুখ ভালোবেসে !
জানলার ফাঁক গলে অবারিত আকাশ
কী কোমল ঊষ্ণতায় এক রাশ রোদ
সহসা উদ্ভাসিত করে সমগ্র চরাচর,