দিবানিশি নিরবে পোড়াও মনস্তাপে, ভালোবাসা কী তবে পাপ কিংবা শাপে? জোৎস্নাতাড়িত রাতে কষ্টের ফানুস তবে কেন উড়াতে? - আমিও মানুষ! পারি কি লিখে দিতে ভবিষ্যত বাণী? যাপিত জীবন আজ মানি বা না মানি। তবু কাটে দিন দিনের নিয়মে, দিন যায় কথা থাকে জনমে জনমে। --------------------------
- নিলয় ১২ ডিসেম্বর ২০১৬, ঢাকা webpage: [email protected]