মানুষ ও প্রেমের কাব্য

দিবানিশি নিরবে
পোড়াও মনস্তাপে,
ভালোবাসা কী তবে
পাপ কিংবা শাপে?

জোৎস্নাতাড়িত রাতে
কষ্টের ফানুস
তবে কেন উড়াতে?
- আমিও মানুষ!

পারি কি লিখে দিতে
ভবিষ্যত বাণী?
যাপিত জীবন আজ
মানি বা না মানি।

তবু কাটে দিন
দিনের নিয়মে,
দিন যায় কথা থাকে
জনমে জনমে।
--------------------------
- নিলয়
১২ ডিসেম্বর ২০১৬, ঢাকা
webpage: [email protected]

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন