সেই কবে থেকে

সেই কবে থেকে জ্বলছি
জ্ব‘লে জ্ব‘লে নিভে গেছি ব‘লে
তুমি দেখতে পাও নি ।
সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছি
দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতিস্তম্ভের মতো ভেঙে পড়েছি ব‘লে
তুমি লক্ষ্য করো নি ।
সেই কবে থেকে ডাকছি
ডাকতে ডাকতে স্বরতন্ত্রি ছিঁড়ে বোবা হয়ে গেছি ব‘লে
তুমি শুনতে পাও নি ।
সেই কবে থেকে ফুটে আছি
ফুটে ফুটে শাখা থেকে ঝ‘রে গেছি ব‘লে
তুমি কখনো তোলো নি ।
সেই কবে থেকে তাকিয়ে আছি
তাকিয়ে তাকিয়ে অন্ধ হয়ে গেছি ব‘লে
একবারো তোমাকে দেখি নি ।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Alternative Textহুমায়ুন আজাদ- র আরো পোষ্ট দেখুন