হেমন্ত, ১৪২০

গণতন্ত্র ও সন্ত্রাস
একই বালিশে শুয়ে আছে
কার্তিকের হিমে
পাকা ধানের সুবাসে,
নবান্নের উৎসবে…
হুড়মুড় শৈশবের স্মৃতি
স্মৃতিরাশির উৎপাত…

বিষণ্নতা দুশ্চিন্তা
আরেক বালিশে
কেবল ঝিমোয়
তন্দ্রায় কাতর।
পরীক্ষার প্রস্তুতির শেষে
মৃতের শরীরে কে মাখে আতর?
দগ্ধদেহ জিয়ে
হাসপাতালের বার্ন ইউনিটে যায় যারা
আত্মীয়-স্বজন ছাড়া
সাংবাদিক আছেন
মার্কামারা শোকার্ত ক্যাডার।
এই হেমন্তে বাস্তবতা যতো কাছে
ঢের শান্তি স্মৃতির বহরে পা রাখা

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
আসাদ চৌধুরী- র আরো পোষ্ট দেখুন