মুঠির ভিতরে চাঁদ, কুটির পেছনে বাঁশবন, নদ।
আমার ভিতরে তুমি গড়িয়াছ সংসদ।
হৃদয় বলে কিছু নাই, কে যেন বলেছিল।
হয়তোবা তাই, গুরুগুরু মেঘ বিদারিল।
আমি তাকে চিনি, আমাকে যে খুন করে।
‘আমি ছাড়া কে এমন ভালোবাসবে’? __শুনেছি কিন্নর স্বরে।
তার কথা মনে পড়ে?___হৃদয় বলে না কিছু।
ভেঙে যায় দুপাড়, নদী যায় নদের পিছু পিছু।
তবে কি নৌকো ভাসিয়েছ, জলে?
আমার যাত্রা ওই গণমিছিলের দলে।
পেয়েছ কি তারে?__কুটির পেছনে বাঁশবন, নদ।
আমার ভিতরে তুমি গড়িয়াছ সংসদ।