কথোপকথন-৩২ নভেম্বর ১৩, ২০১৩মার্চ ১০, ২০১৫ পুর্নেন্দু পত্রী ,বিভাগঃ কবিতা, ৫০৪ বার পঠিত কথোপকথন-৩২ তে মন্তব্য বন্ধ তোমার জন্য এনেছি যে উপহার বলতে পারবে নাম? রামধনু? ধেৎ,চাইলে কি কেউ তার ধরাছোঁয়া পায় নাকি? অভ্রের খনি? নীল পাহাড়ের চুড়ো? আমি কি বিড়লা টাটা? তোমার জন্যে এনেছি রক্ত খুঁড়ে চন্দন এক বাটি । রেটিং করুনঃ (No Ratings Yet)Loading... পুর্নেন্দু পত্রী- র আরো পোষ্ট দেখুন
নভেম্বর ১৩, ২০১৩মার্চ ১০, ২০১৫ পুর্নেন্দু পত্রী ,বিভাগঃ কবিতা, ৫০৪ বার পঠিত কথোপকথন-৩২ তে মন্তব্য বন্ধ