কথোপকথন-৩২

তোমার জন্য এনেছি যে উপহার
বলতে পারবে নাম?
রামধনু? ধেৎ,চাইলে কি কেউ তার
ধরাছোঁয়া পায় নাকি?
অভ্রের খনি? নীল পাহাড়ের চুড়ো?
আমি কি বিড়লা টাটা?
তোমার জন্যে এনেছি রক্ত খুঁড়ে
চন্দন এক বাটি ।