তুরুপের তাস
চোখ দুটো খুলে নিয়ে যাও
ও চোখের স্বপ্ন পূরণ হয় না,
ঘুটঘুটে আঁধারে খেয়েছে ।
স্বপ্ন এসে দরজার বাইরে কড়া নাড়তেই
সিঁদ কাটা চোরের স্বপ্ন চুরি;
কাঠ-পুতলির বানোয়াট স্বপ্নে রাত কাটে
ভাঙাগড়ার প্রাসাদে জুয়াড়ি বেশে বিধাতা ।
তুরুপের মত ওলটপালট জীবনে
সর্বস্ব বিকোয় জুয়ার দানে ।
চোখ দুটো ছিঁড়ে নিয়ে যাও
ও চোখে এখন আর ঈশ্বর দেখি না,
ঈশ্বর ব্যস্ত মদিরার আয়োজনে ।।
– জিহান আল হামাদী
৩রা অক্টোবর’২০১৩