শূন্যে শূন্যতা নেই

 

 

শূন্যতার সবটুকু দেখেছো !
সব অশোভনীয় শূন্যতা কিনে নিয়েছি,
দিন-রাত খাইয়ে শূন্যতা পুষেছি ।

অনল যৌবনা চোখে যা শূন্যতা ভেবেছো
যা কিছু ভেবেছ বেদনার খোরখাতা,
একফালি চাঁদ শূন্য ছিল, শূন্যে আঁধার ছিল
তাই আঁধারকেই শূন্যতা ভেবেছো ।

তোমার অতীত, বর্তমান, ভবিষ্যতের পথে
যত শূন্যতা টিকিট কেটেছিল,
পথ ভুলিয়ে নিয়ে এসেছি নিজ ঠিকানায় ।
আর তুমি বল কিনা, শূন্যতা দেখেছো !!

শূন্যতা দেখতে চাও ?
দ্যাখো ! তাকাও আমার চোখের দিকে;
যখন ও চোখ দেখতে পাবে না,
ভেবে নিও শূন্যতায় আছো তাকিয়ে,
শূন্যে নয় ।

 

 

– জিহান আল হামাদী
১৩ই অক্টোবর’২০১৩