ট্র্যাফিকের যানজটে
মৌনতার হকারেরা,
গাড়ির গ্লাসে, বাসে ঝুলে
ফেরি করে বেদনার প্রহর !
“এই যে, ‘কোটি টাকার স্বপ্ন’ বইটা নেবেন ?
মূল্য কেবল দশ টাকা ! দশ টাকা ! দশ টাকা !
ঘাম বেঁচে দুমুঠো ভাত খাবো !”
ফুটপাতে, ব্রিজের নিচে
চন্দ্রিমার প্রেমিকারা,
পার্কের ঝোপে, ওয়ান স্টার মোটেলে
রপ্তানি করে পোড়া-স্বপ্নের বাসর !
“আজ একটু বেশিই ক্লান্ত হয়েছি-
দুশো টাকা বাড়িয়ে দিন না ।
আপনাদের তো অনেক আছে,
তাও তো আমার সবই দিলাম ।
পোলা যে আমার না খেয়ে মরে… !”
– জিহান আল হামাদী
৩রা নভেম্বর’২০১৩