মহামান্য প্রেমিকা,
হৃদয়ে অনুপ্রবেশের অভিযোগে আমায় গ্রেপ্তার করা হয়েছে ।
হাতকড়া পড়িয়ে বলা হয়েছে,
“You have the right to remain silent.
Anything you say can and will be used against you in a court of law. ”
অথচ আমি তো চুপই ছিলাম !
তোমার দিকে তাকিয়ে নির্বাক ছিল দৃষ্টি !
আমার পক্ষে লর্ড ডেনিং থাকলে
নিঃসন্দেহে কেস জিতে যেতাম,
অথচ পেয়েছি সস্তা দামের এক আইনজীবী !
মহামান্য প্রেমিকা,
দোষী প্রমানিত হওয়ায় ফাঁসির রায় এসেছে ।
“Loss of self control”- ডিফেন্স দিয়েও কাজ হল না !
ওরা বোঝেনি, তোমার দেখার পর
নিজেকে হারিয়ে ফেলি,
আন্দোলনকারী হৃদয়, বারবার ১৪৪ ধারা
ভঙ্গের জন্য পথে নেমে পড়ে ।
ওরা বোঝেনি !
৩০২ ধারা মোতাবেক ফাঁসি দেয়া হবে ।
মহামান্য প্রেমিকা,
মৃত্যুর আগে যদি ওরা প্রশ্ন করে-
আমার শেষ ইচ্ছের কথা !
আমি কি তোমার জন্য আরেকবার-
আদালতের অবমাননা করতে পারি ?
তোমার অ্যাপিলেট ডিভিশনে চাইতে পারি
ভালোবাসার অধিকার ?
– জিহান আল হামাদী
৭ই নভেম্বর’২০১৩