বই কিনবে শুধু নিজের জন্যে

l

মেঘ বালিকা

শুভেচ্ছা নিও। তোমাকে বলা হয়নি লিখবো। তোমাকে প্রথম লিখতে বসেছি। সব কিছু কি বলেই করতে হবে ? মাঝে মাঝে চমকে দিতেও তো ইচ্ছা হয়, তাই না। চমকে দেওয়ার মধ্যে এক রকমের আনন্দ আছে অন্তত আমার কাছে। যখন এ চিঠি তোমার হাতে পৌঁছাবে সেই সময় তোমার মুখখানি আমি কল্পনা করছি। তুমি চিঠি লিখা পছন্দ করো কিনা তাও জানা হয় নি। আমি খুব করি। চিঠি পাওয়ার মধ্যে কি আনন্দ সে শুধু যারা লিখে তারাই জানে। আমাদের মাষ্টার মশাইয়েরা আমাদের কতো যত্ন করে চিঠি লিখা শিখিয়েছেন কিন্তু তুমি চিঠি লিখার কজন বন্ধু পাবে।

চিঠি লিখাটাও একটা শিল্প। বলে কয়ে অনেক কিছুই প্রকাশ করা যায় না, চিঠিতে যায়।পরিচিত জনদের মধ্যে তুমি অনেককে পাবে যিনি মুখে “আমি তোমাকে ভালোবাসি বা পছন্দ করি” বলতে লজ্জা পান, ওনারাই কি অবলীলা ক্রমে চিঠিতে একই কথা লিখতে একটুও দ্বিধা করেন না।

বই মেলার আমন্ত্রন পেলাম তোমার কাছে, ধন্যবাদ। ঢাকায় এখন মেলার সময়, কতো রকমের মেলাই তো হচ্ছে বঊ মেলা, বিয়ে মেলা, বই মেলা,শিল্প মেলা … মেলা তো কতো কিছুই মিলে। শুধু মেলাতে জানতে হয়।

বই কেনার লিস্ট চেয়েছো শুনে কেন জানি “আমার বাজারের লিস্ট”এর কথা মনে হলো। লিষ্ট নিয়ে বই কিনতে যেয়ো না। বইয়ের দোকানে গিয়ে বইটা হাতে নিয়েই ক পাতা পড়লেই বুঝতে পারবে ভালো লাগবে কিনা। আমি অনেককে জানি যাঁদের লক্ষীর ভাণ্ডার পূর্ণ হবার পর স্বরস্বতীর প্রতি আগ্রহে বুক সেল্ফ ভর্তি করেছেন।

সাজিয়ে রাখার জন্য বই কিনো না। আমি নিজেও বই সংগ্রহে রাখি না পড়া শেষ হলে, ফেরত দিতে হবে না শর্তে পড়তে দেই। বই পড়ো নিজের জন্যে, মনের জন্য। আমি কোনদিন একসাথে দুটোর বেশী বই কিনিনি। তোমার যদি বই পড়ার ইচ্ছে হয় সপ্তাহ বা মাসে একটা বই কিনো। বস্তা ভর্তি বই কিনলে দেখবে কোনটাই শেষ করতে পারো নি।

তোমার ওদিকে এখন শীত কেমন ?
ভালো থেকো, ইচ্ছে হলো লিখো। অপেক্ষায় থাকবো।

মিতা
৫ ফেব্রুয়ারী ২০১৭।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন

৭ টি মন্তব্য

  1. চিঠির মাহাত্ম চিরকালের। চিঠির আবেদন কোন কালেই ফুরোবার নয়।
    চিঠি পরিচয় শুধু চিঠিতেই। এ যুগ চিঠির রস থেকে বঞ্চিত।

    ”তোমার যদি বই পড়ার ইচ্ছে হয় সপ্তাহ বা মাসে একটা বই কিনো।
    বস্তা ভর্তি বই কিনলে দেখবে কোনটাই শেষ করতে পারো নি।”
    ____ মেঘবালিকা’কে বলা এই কথাটি চিরন্তন সত্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সাজিয়ে রাখার জন্য বই কিনো না। আমি নিজেও বই সংগ্রহে রাখি না পড়া শেষ হলে, ফেরত দিতে হবে না শর্তে পড়তে দেই। বই পড়ো নিজের জন্যে, মনের জন্য। আমি কোনদিন একসাথে দুটোর বেশী বই কিনিনি। তোমার যদি বই পড়ার ইচ্ছে হয় সপ্তাহ বা মাসে একটা বই কিনো। বস্তা ভর্তি বই কিনলে দেখবে কোনটাই শেষ করতে পারো নি।

    মেঘবালিকাকে লিখা আপনার লেখা চিঠি সত্যি ভাবাবে বই কি।

  3. সাজিয়ে রাখার জন্য বই কিনো না। আমি নিজেও বই সংগ্রহে রাখি না পড়া শেষ হলে, ফেরত দিতে হবে না শর্তে পড়তে দেই। বই পড়ো নিজের জন্যে, মনের জন্য। আমি কোনদিন একসাথে দুটোর বেশী বই কিনিনি। তোমার যদি বই পড়ার ইচ্ছে হয় সপ্তাহ বা মাসে একটা বই কিনো। বস্তা ভর্তি বই কিনলে দেখবে কোনটাই শেষ করতে পারো নি।- অসাধারন! অসাধারণ!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. পরিচিত জনদের মধ্যে তুমি অনেককে পাবে যিনি মুখে “আমি তোমাকে ভালোবাসি বা পছন্দ করি” বলতে লজ্জা পান, ওনারাই কি অবলীলা ক্রমে চিঠিতে একই কথা লিখতে একটুও দ্বিধা করেন না।

Comments are closed.