কাঁকর

 

আমি হিমু হতে পারি নি
হলুদ পাঞ্জাবি পড়ে নিশাচর হতে পারি নি,
কোন উপন্যাস থেকে উঠে আসা
হতে পারি নি নায়িকার প্রথম প্রেম ।
বাসের ভিড়ে ঝুলে থাকা হাতের মত
অথবা জীবনানন্দের অসমাপ্ত কোন কবিতার মত,
জায়গা হলো না কোথাও ।

মিসির আলী হয়ে ওঠা হলো না আমার
ইচ্ছে ছিল শুভ্র হবো,
আর না হলে চন্দ্রমুখীর দেবদাস;
হতে হতে কিছুই হলো না ।
আমার আমি-ও হয়ে ওঠা হলো না ।।

ইচ্ছে ছিল দু-তিন বছর চুটিয়ে প্রেম করবো
আকাশলীনা অথবা হিরনবালার সাথে,
তারপর একদিন ব্যর্থ হবো
সুনীলের মত সেদিন লিখে যাবো
কেউ কথা রাখেনি, হলো না; তাও হলো না ।

যখন কিছুই রবে না
তখন হয়তো রুদ্র হতাম
শরীরের সব কোষ বিকিয়ে শুধু চাইতাম নির্মল সকাল !
ঝাঁকড়া চুলে নজরুল হয়ে ওঠা হলো না
পাবলো নেরুদা’র মত নগ্ন সুন্দরীর বন্দনা করতে গিয়ে
নির্মলেন্দু হতে হতেও হওয়া হলো না ।
পারলাম না কাষ্ঠ রোদে হঠাৎ করেই
নেমে আসা মহাদেবের এক পশলা বৃষ্টি হতে!

সত্যজিতের ফেলুদা হতে পারি নি
বনলতা সেনের মত দু’দণ্ড শান্তি দিয়ে গেলো না কেউ,
ইচ্ছে ছিল সুকান্ত হবো
নাহলে রবি ঠাকুরের মত বিশ্বপ্রেমিক;
সারাদিন এর সাথে, ওর সাথে প্রেম করে
রাতে মৃণালিনীর সাথে ঘর বাঁধবো;
ডুবিয়ে রাখবো পূর্ণেন্দু’র মত মন ভোলানো কথায় ।
হতে হতে কিছুই হলো না ।
আমার আমি-ও হয়ে ওঠা হলো না ।।

 

 

– জিহান আল হামাদী
১৬ই জুলাই’২০১৩