কবি বেনজামিন রিয়াজী প্রীতিভাজনেষু
আমাকে যেভাবে অপমান করা হয়েছিলো
সে কথা এখনো ভুলি নাই।
হেমায়েতপুর আশ্রমের ব্রহ্মানন্দ বাবু
হাত দেখে বলেছিলো
আগামীকাল, অথবা পরশু যে কোন একদিন
চতুষ্পদ দিয়ে অপদস্থ করা হবে আপনাকে।
জানতাম,
তিনি একজন নামকরা গণক ঠাকুর।
ঠাকুরের কথায় মন না দিয়ে
চক্ষু মেলেছিলেম এক সুস্ত্রীর দিকে।
দ্বিপদ যে কতোটা নিষ্ঠুর হতে পারে
স্বপ্নেও কল্পনা করিনি কোনদিন।
ভাবতেই পারিনি আগামীকাল
তার প্রিয়
ঘেউ দিয়ে
তাড়াবে আমাকে।
ব্রহ্মানন্দ বাবু বেঁচে নেই, থাকলে সুবিধে হতো
জানা যেতো আর কোনদিন দেখা হবে কিনা
সেই আবাগীর সাথে।
কল্পনাও করিনি, এমনকি স্বপ্নেও ভাবিনি
কার যেন মুঠোফোন কেঁদেছিলো
হয়তো আমার কথা ভেবে।
হয়তো বা লায়লা বানুর,